
shershanews24.com
প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২০ ০৮:৪০ পূর্বাহ্নশীর্ষ নিউজ , ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীর জামতলা মোড় এলাকা থেকে অনলাইনে জুয়া চক্রের তিন সদস্যকে ১২ লাখ টাকাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি শাহ কামাল আকন্দ।
তারা হলেন- মো. মাহফুজ (৩৭), সজিব মিয়া (২৫) এবং মাহবুবু করিম বাবু (৩৫)। তারা সবাই জামতলা এলাকার বাসিন্দা।
ওসি শাহ কামাল আকন্দ জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি অনলাইন জুয়া খেলায় প্রলুব্ধ করে এলাকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অনেক পরিবারও এই ফাঁদে পড়ে নি:স্ব হয়েছে। এমন অভিযোগে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোয়েন্দা নজরদারী ছিল।
পরে শনিবার সন্ধ্যায় জুয়াড়িদের অফিসে অভিযান পরিচালনা করে ১২ লাখ ১১ হাজার টাকা, ১০টি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র জব্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও কথা জানান শাহ কামাল আকন্দ।
শীর্ষনিউজ/এম