Sheershakagoj24.com
নাস্তা খাওয়া হলো না বৃদ্ধের
বুধবার, ১২ জুন ২০১৯ ০৩:৪১ অপরাহ্ন
Sheershakagoj24.com

Sheershakagoj24.com

শীর্ষকাগজ, রংপুর: রংপুরের তারাগঞ্জে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় আদেল বাদশা (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদেল উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত খয়ের উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সকালের নাস্তা খাওয়ার জন্য আদেল বাদশা রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি নৈশকোচ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করলে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আব্দুল্লাহ হেল বাকি দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।শীর্ষকাগজ/এম