shershanews24.com
ফের বাড়ছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৮৮০
বুধবার, ১৪ আগস্ট ২০১৯ ০৬:০৫ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৮৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই রোগীদের মধ্যে ঢাকায় ৭৫৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১২৫ জন ভর্তি হয়েছে। আজ বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত।

তথ্য বিবরণীতে বলা হয়, গত এক সপ্তাহের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সারা দেশের হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা অল্প করে কমে আসছে। ১১ আগস্ট ২ হাজার ৩৩৪ জন, ১২ আগস্ট ২ হাজার ৯৩ জন ও ১৩ আগস্ট ১ হাজার ২০০ জন হাসপাতালে ভর্তি হয়।

বর্তমানে সারা দেশে হাসপাতালে ৭ হাজার ৮৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। তার মধ্যে ঢাকায় ৪ হাজার ১৪৩ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৭২৬ জন। এখন পর্যন্ত সরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মারা গেছে ৪০ জন। তবে গণমাধ্যমের অনুসন্ধানে সারা দেশে মৃতের সংখ্যা অন্তত ১৩০ জন। 
শীর্ষনিউজ/এসএসআই