shershanews24.com
স্বামীর সঙ্গে কথা বলতে বলতে সাপের কামড়ে মৃত্যু
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৪ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ ডেস্ক: ভারতের গোরক্ষপুরে গীতা নামের এক মহিলা ফোনে স্বামীর সাথে কথা বলার সময় নিজের অজান্তেই বিছানায় এক জোড়া সাপের ওপর বসে পড়েন। সাপে কামড়ানোর পর মহিলা অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গোরক্ষপুরের বিয়ানভ গ্রামে এ ঘটনা ঘটেছে।
এনডিটিভির বরাতে জানা যায়, থাইল্যান্ডে কর্মরত জয় সিং যাদবের স্ত্রী গীতা স্বামীর সাথে ফোনে কথা বলছিলেন। এসময় এক জোড়া সাপ ঘরে ঢুকে বিছানায় আশ্রয় নেয়। এদিকে গীতা কথা বলতে বলতে বিছানায় থাকা সাপের ওপর বসে পড়েন। এরপরই সাপের কামড়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। 
পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিছানায় থাকা সাপ দু’টোকে দেখার পর ক্ষুব্ধ প্রতিবেশীরা সাপ দু’টোকে পিটিয়ে তাড়ায়।
তবে ভেটেরিনারি বিশেষজ্ঞরা বলেছিলেন, মহিলা যখন তাদের উপরে বসেছিলেন তখন সাপ দু’টি তখন স্পষ্টতই সঙ্গম করছিল।
শীর্ষনিউজ/তাশা