shershanews24.com
সেনাবাহিনীকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে: জেএসডি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০ ০৯:৫৬ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

 

শীর্ষনিউজ, ঢাকা : করোনার ভয়াবহতায় শুধুমাত্র সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাঝে দেশপ্রেমিক সেনাবাহিনীর করণীয় সীমাবদ্ধ না করে সম্ভব্য সংকট মোকাবিলায় আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। 

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার। 

এতে বলা হয়, কেবলমাত্র সামাজিক দূরত্ব ও সর্তকতামূলক ব্যবস্থার মাঝে সীমাবদ্ধ না করে আমাদের আধুনিক ও দক্ষ সেনাবাহিনীকে করোনা সংক্রান্ত সকল স্বাস্থ্য ব্যবস্থাপনা, খাদ্য ও জরুরি ওষুধ সরবরাহ, খাদ্য ও পণ্য মজুতদারী, কালোবাজারি, লুটেরা দুর্নীতিবাজদের দৌরাত্ম প্রতিরোধসহ আর্থ সামাজিক সংকট মোকাবিলায়  আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে হবে।  যা হবে এই মুহুর্তে সংকট মোকাবেলায় বড় ধরনের ইতিবাচক পদক্ষেপ। বিবৃতিতে নেতৃবৃন্দ জাতীয় ঐক্যের আহ্বান জানান।
শীর্ষনিউজ/এসএসআই