shershanews24.com
টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার স্থগিত
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ ০৪:০৬ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা :  করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২১ আসরের সব কোয়ালিফায়ার ম্যাচ জুলাই পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কুয়েত, দক্ষিণ আফ্রিকা, স্পেন, বেলজিয়াম, মালয়েশিয়া ও ফিনল্যান্ডের সব টুর্নামেন্টও এই সিদ্ধান্তের আওতায় পড়বে।

সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে জনস্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি।
সাবেক আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পরিবর্তে ২০২১ সালে ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। যদিও করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় চলতি বছরের আসরই সময়মতো অনুষ্ঠান নিয়ে দেখা দিয়ে অনিশ্চয়তা।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে থমকে গেছে সব খেলাধুলা। স্থগিত করা হয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগ, চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ।

এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিক। অনিশ্চয়তা দেখা দিয়েছে এবারের আইপিএল টি-টোয়েন্টি নিয়েও।

শীর্ষনিউজ/এন