shershanews24.com
করোনায় আক্রান্ত রাবি শিক্ষার্থী
সোমবার, ১১ মে ২০২০ ১১:৫৯ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১০ মে) রাতে তার বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আমাদের একজন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে এখন ঢাকায় হাসপাতালে ভর্তি আছে। তার শারীরিক অবস্থা বেশ ভালো বলে জানতে পেরেছি।

জানা গেছে, রাজধানী ঢাকায় নিজের বাসায় অবস্থানকালে তিনি আক্রান্ত হয়েছেন। তার বাবাও করোনায় আক্রান্ত। তারা দুজনই এখন হাসপাতালে আছেন।

করোনা শনাক্ত হওয়া শিক্ষার্থীর একাধিক সহপাঠী জানিয়েছেন, তিনি বিকেলে ফেসবুকে মেসেজ দিয়ে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি তাদের জানিয়েছেন। গত শনিবার ওই শিক্ষার্থীর বাবার শরীরে করোনা শনাক্ত হয়। গতকাল রোববার পরিবারের আরও তিন সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। আজ ওই শিক্ষার্থীর পজিটিভ আসে।
শীর্ষনিউজ/এসএসআই