shershanews24.com
মিশিগানে করোনায় এক প্রবাসীর মৃত্যু
শনিবার, ২৩ মে ২০২০ ১২:৫৭ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মিশিগানে বসবাসরত মহসিন আহমেদ বাবলু (৪৯)। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মিশিগানের সেন্টজন্স হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ২২৭ প্রবাসীর প্রাণ গেল করোনায়। 

মরহুমের ছোট ভাই মহিউদ্দিন পাপ্পুর উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদদাতা আশিক রহমান জানান, উচ্চ ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ভুগছিলেন বাবলু । মার্চের শেষ দিকে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ডেট্রয়েট সিটির হেনরি ফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে তার করোনা পজেটিভ ধরা পড়েছে।

এরপর চিকিৎসা শেষে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ নিজ বাসায় পাঠিয়ে দেয়। এমন অবস্থায় ৫ দিন আগে তার অবস্থার অবনতি হলে স্থানীয় সেন্টজন্স হাসপাতালে আবারো ভর্তি করা হয়  এবং সেখানেই তিনি মারা যান। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার 

ইসলামপুর গ্রামের মরহুম হাজী আপ্তাব (গেদা মিয়া)’র বড় ছেলে ছিলেন। উল্লেখ্য যে, মিশিগানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৪ জন বাংলাদেশি।
শীর্ষনিউজ/এম