
Sheershakagoj24.com
প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০৮:৩৫ পূর্বাহ্নশীর্ষ নিউজ, ঢাকা: কেন্দ্রীয় খাদ্যগুদাম থেকে ওএমএসের বিপুল পরিমাণ চাল ও আটা পাচারের ঘটনায় তেজগাঁও থানায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র্যাব। মঙ্গলবার রাতে এ মামলাটি করা হয়।
উল্লেখ্য, গত শনিবার রাতে ৮ ট্রাক চাল-আটা বিক্রির সময় রাজধানীর তেঁজগাওয়ের কেন্দ্রীয় খাদ্য গুদামের ম্যানেজারসহ দুজনকে আটক করে র্যাব। এছাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে উদ্ধার করা হয়েছে ওএমএসের কয়েক হাজার বস্তা চাল-আটা।
এ ঘটনায় পরে আটক কর হয় কেন্দ্রীয় খাদ্য গুদামের ব্যবস্থাপককে।
শীর্ষ নিউজ/জে