
shershanews24.com
প্রকাশ : ০৮ জুলাই, ২০১৯ ০৬:৪৩ অপরাহ্নশীর্ষকাগজ, ঢাকা : সাবেক এমপি ও জেএসডি’র কেন্দ্রীয় নেতা প্রয়াত মোস্তাফিজুর রহমানের স্ত্রী লাভলী বেগম (৬০) গতরাত সাড়ে ১২টায় ঢাকার ধানমন্ডিস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন যাবৎ কিডনী জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে ও ১ নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখেগেছেন।
আজ সকাল ১১ টায় নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন বজরায় স্বামীর পারিবারিক গোরস্থানে স্বামীর কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে লাভলী বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শীর্ষকাগজ/বিবৃতি/আরআইএস