
shershanews24.com
প্রকাশ : ২৫ মার্চ, ২০২০ ০৩:০৬ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার স্বজনরা।
বুধবার দুপুরের পরে বিএসএমএমইউতে যান তারা। খালেদা জিয়া সেখান থেকে তার গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন।
এর আগে বেলা দেড়টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়া আর কিছুক্ষণের মধ্যেই ছাড়া পাবেন।
শীর্ষনিউজ/এম