
shershanews24.com
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী, ২০২১ ১০:২৬ পূর্বাহ্নশীর্ষ নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে করোনাভাইরাসে মৃত স্বামীর কফিনে কাঁদতে দেখা যাচ্ছে লিন্ডা ব্ল্যাঙ্কসকে (৫০)। সোমবার লিন্ডার স্বামী মারা যান।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, সোমবার দেশটিতে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ অতিক্রম করেছে। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ১২ হাজার ৫২৬। আর বিশ্বে মোট মৃত্যু ২৪ লাখ ৮৪ হাজার ৭৫০।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দুই লাখ ৪৭ হাজার ২৭৬ জন। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৪৯৮ জনের। সূত্র : আল জাজিরা
শীর্ষনিউজ/এসএফ