
shershanews24.com
প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২১ ১২:৫০ অপরাহ্নশীর্ষনিউজ ডেস্ক: বেলজিয়ামে পুলিশি হেফাজতে এক তরুণের মৃত্যুতে রাজধানী ব্রাসেলসে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
বুধবার অন্তত ৫শ' মানুষ ব্রাসেলসের একটি থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। ওই থানায় আগুন দেয়ার পাশাপাশি দোকানপাট ও পুলিশের গাড়িতে ভাঙচুরও করেছে বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন জায়গায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষও হয়েছে। আহত হয়েছেন চার পুলিশ সদস্য।
বিক্ষোভ ও ভাঙচুরের সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বেলজিয়ামের রাজা ফিলিপের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে বিক্ষোভকারীরা।
ইবরাহিমা নামে ২৩ বছরের ওই তরুণকে শনিবার সন্ধ্যায় আটকের এক ঘণ্টা পর মৃত্যু হয়। পুলিশের দাবি, থানায় নেয়ার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর মারা যান ওই তরুণ।
শীর্ষনিউজ/এম