
shershanews24.com
প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২১ ০৭:৫৭ অপরাহ্নশীর্ষনিউজন ডেস্ক : দেশে তৈরি 'ফাতেহ' সাবমেরিন থেকে প্রথমবারের মতো টর্পেডো ছুড়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আজ (বৃহস্পতিবার) চলমান নৌ মহড়ার অংশ হিসেবে সাবমেরিন থেকে সাফল্যের সঙ্গে টর্পেডো ছোড়া হয়।
প্রত্যাশা অনুযায়ী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে নিক্ষিপ্ত টর্পেডো। ইরানে গতকাল থেকে ‘সাগরে শক্তিমত্তা-৯৯’ নামে নৌ মহড়া চলছে। ইরানের সামরিক সূত্র জানিয়েছে, দেশের গবেষক ও বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তির সাহায্যে ‘ফাতেহ’ সাবমেরিন নির্মাণ করেছে।
এই সাবমেরিন থেকে টর্পেডো ছোড়ার পর্বটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ায় তা ইরানের নৌ শক্তিতে নতুন মাত্রা যোগ করেছে বলে সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন।
ইসলামি প্রজাতন্ত্রের ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের এই মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি বলেছেন, চলমান মহড়ায় ড্রোনের সাহায্যেও বিভিন্ন অনুশীলন সম্পন্ন করা হয়েছে।
এছাড়া মহড়ার অংশ হিসেবে আজ সকালে বিভিন্ন ধরণের ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সাফল্যের সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিট গতকাল থেকে মাকরান উপকূল এবং ভারত মহাসাগরের উত্তরে নৌ মহড়া চালাচ্ছে।
শীর্ষনিউজ/এসএসআই