shershanews24.com
ওয়াশিংটনে হাজারো ট্রাম্প সমর্থকের বিক্ষোভ
রবিবার, ১৫ নভেম্বর ২০২০ ০৯:৫৪ পূর্বাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষ নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েক হাজার সমর্থক।
স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউজের খুব কাছেই সমাবেশ ও পদযাত্রা করে ট্রাম্প সমর্থকরা। এ সময় তারা নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে ট্রাম্পের পক্ষে স্লোগান দেয়। ডানপন্থি সংগঠনগুলোর পাশাপাশি সমাবশে অংশ নেয় বেশ কয়েকটি সশস্ত্র মিলিশিয়া গ্রুপ।  

তারা অভিযোগ করে, ট্রাম্পের কাছ থেকে নির্বাচন চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। শুধু ওয়াশিংটনেই নয় ট্রাম্পের সমর্থকেরা বিক্ষোভ করেছে বেশ কয়েকটি বড় শহরে। নির্বাচনে হারার পর থেকেই নানা ধরনের জালিয়াতির অভিযোগ তুলে সমর্থকদের বিক্ষুব্ধ করে তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন উসকানিমূলক বক্তব্যও দিচ্ছেন।
শীর্ষনিউজ/এম