shershanews24.com
করোনা আক্রান্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ ১২:৩৯ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্প‌তিবার জিএম কাদেরের একান্ত স‌চিব ও জাতীয় পার্টির যুগ্ম কোষাধ্যক্ষ আবু তৈয়ব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, জি এম কাদের বর্তমা‌নে চি‌কিৎস‌কের পরামর্শে রাজধানীর উত্তরার নিজ বাসায় চি‌কিৎসা নি‌চ্ছেন। ত‌বে তাঁর খুশখুশে কা‌শি ছাড়া অন্য কো‌নো উপসর্গ নেই। তি‌নি বর্তমানে স্বাভা‌বিক ও সুস্থ‌ র‌য়ে‌ছেন।

আবু তৈয়ব জানান, গত মঙ্গলবার জি এম কাদেরের কোভিড টেস্টে করোনা পজিটিভ আসে। তবে খুশখু‌শে কা‌শি ছাড়া উনার শারীরিক অবস্থা এ‌কবারেই স্বাভা‌বিক আছে। যে‌হেতু তাঁর অন্য কোনো উপসর্গ নেই, তাই আজ আবারো তাঁর করোনাভাইরাসের পরীক্ষা করা হবে।
শীর্ষনিউজ/এম