shershanews24.com
পাকিস্তানের বিপক্ষে যুবাদের সিরিজ পেছাল
বুধবার, ০৭ এপ্রিল ২০২১ ০৪:৫১ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ ডেস্ক : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার সিরিজটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সোমবার থেকে দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধ চলছে। এর প্রেক্ষিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি ও পিসিবি আলাদা বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলতে আগামী সপ্তাহের শুরুতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের যুবাদের। ১১ এপ্রিল আসার কথা থাকলেও এখন ১৭ এপ্রিল আসবে পাকিস্তানের যুবারা।

আগের সূচিতে সিলেটে ১৯ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল চার দিনের ম্যাচটি। এখন যা শুরু হবে ২৩ এপ্রিল। একই ভেন্যুতে প্রথম তিনটি যুব ওয়ানডে ম্যাচ হবে ৩০ এপ্রিল, ২ মে ও ৪ মে। শেষ দুটি ম্যাচ হবে মিরপুরে- ৭ ও ৯ মে। সিরিজ শেষে ১০ মে ফিরে যাবে পাকিস্তান যুব ক্রিকেট দল।
শীর্ষনিউজ/এসএসআই