shershanews24.com
লেবানন প্রবাসী বাংলাদেশিদের নিরানন্দ ঈদ
বুধবার, ২১ জুলাই ২০২১ ০২:০১ পূর্বাহ্ন
shershanews24.com

shershanews24.com

লেবানন প্রতিনিধি: সোমবার (২০ জুলাই) লেবাননে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। তবে এবার দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের মনে নেই ঈদের আমেজ। একদিকে পরিবার পরিজনহীন ঈদ, অন্যদিকে অর্থনৈতিক সংকটের নেতিবাচক প্রভাব, সেই সাথে করোনা পরিস্থিতিতে বিভিন্ন বিধি-নিষেধের মধ্যে নিরানন্দ ঈদ উদযাপন করলেন প্রবাসী বাংলাদেশিরা।

"ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি" এই কথাটির প্রচলিত থাকলেও লেবানন প্রবাসীদের ক্ষেত্রে তা ভিন্ন। প্রতিবছর প্রবাসী বাংলাদেশিরা দেশটির বিভিন্ন অঞ্চলে অস্থায়ী ঈদগাঁহে ঈদের নামাজের আয়োজন করতেন। তাতে সমাগম হতেন হাজারো প্রবাসী বাংলাদেশী। দেখে মনে হত প্রবাসের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ। কিন্তু গত দু'বছর তা সম্ভব হয়নি। তবে এবার ছোট ছোট আকারে ঈদ জামাতের আয়োজন করছে প্রবাসী বাংলাদেশিরা।

অন্যদিকে বৈরুতের পার্শ্ববর্তী এলাকা হাইছুল্লুমে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে ইমামতি করেন বাংলাদেশী ইমান মাওলানা আব্দুল মান্নান। লেবানন আওয়ামী লীগ, বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ ও স্থায়ীয় প্রবাসী বাংলাদেশীরা উক্ত নামাজের জামাতে অংশ গ্রহণ করেন।

এছাড়া আশরাফিয়া, সৈফাত, মোকালেছ সহ লেবাননের বিভিন্ন অঞ্চলে বিছিন্ন ভাবে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশীরা। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ'র শান্তি কামনায় ও মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্বকে রক্ষার জন্য আল্লাহ কাছে বিশেষ মোনাজাত করা হয়।
শীর্ষনিউজ/প্রতিনিধি/এসএসআই