
shershanews24.com
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:২২ পূর্বাহ্নশীর্ষ নিউজ, গাজীপুর : গাজীপুরে ছিনতাইকারী চক্রের আট নারী সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ডে একটি লেগুনায় ছিনতাই করার সময় পুলিশ তাদের আটক করে।
জানা গেছে, উপজেলার কাতলামারা এলাকার আবু-তাহেরের স্ত্রী সালেহা বেগম গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে লেগুনা পরিবহনের উঠার চেষ্টা করেন। এ সময় ৮/১০ জনের একটি নারী ছিনতাইকারী দল সালেহা বেগমকে গতিরোধ করে লেগুনায় উঠার কৌশল তৈরি করে সালেহা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে বিষয়টি বাসস্ট্যান্ডের পথচারীরা আঁচ করতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে জয়দেবপুর থানার এসআই ওয়াসিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাত্ক্ষণিকভাবে এসে ছিনতাইকারী দলের আট সদস্যকে আটক করেন।
জয়দেবপুর থানার ওসি মামুন আল রশীদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের সত্যতা পাওয়ায় আটক আট নারী ছিনতাইকারীর নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে।
শীর্ষনিউজ/এসএফ